 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা নেই, ফ্যাসিবাদমুক্ত দেশে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।
সাম্প্রতি সময়ে লক্ষ করলে দেখা যাবে ভারতের কৃষকরা ভারতের মিডিয়ার মিথ্যা সংবাদ প্রচারে রাস্তায় নেমে আন্দোলন করছে। কিছু মিথ্যা সংবাদে ভারতীয় কৃষকদের কপাল পুড়েছে। এতে করে ভারত ও বাংলাদেশের সম্পর্ক খারাপ ও আমদানি রপ্তানিতে বিরাট ক্ষতির প্রভাব পড়েছে।
এতে করে ভারতের কৃষকদের কষ্টে ফলিত ফসল যেমন, আলু ও পেয়াজ বাংলাদেশে বিক্রি করতে না পেরে পচে যাচ্ছে। আরো ক্ষতির প্রভাব পড়েছে চিকিৎসাক্ষাতে। যার কারণে বাংদেশি নাগরিকরা ভারতে চিকিৎসা নিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। এত করে ভারতে হোটেল ব্যবসায় ও বিরাট ধস পড়েছে।
সোমবার দুপুরে ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষকে সমান চোখে দেখবে।
এ সময় উপস্থিত ছিলেন- ট্রাইবাল চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক, জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আ. কুদ্দুস, আব্দুস শহীদ, সোলাইমান সরকার, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিনসহ আদিবাসী নেতারা। সভা পরিচালনা করেন লিলিয়ান পাঠাং।