লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে বাইক দূর্ঘটনায় মহাসড়কে প্রাণ হারাল দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১ টার সময়। নিহত দুইজন পরস্পর মামাতো ও ফুফাতো ভাই। স্বজনদের ভাষ্যমতে, তারা ছয় বন্ধু একত্রে তিনটি বাইক নিয়ে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরিত দিক হতে আসা একটি পিকঅ্যাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুই বাইক আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে আজিজ নগর চাম্বি বাজার হতে ঘাতক পিকঅ্যাপ সহ চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হয়। নিহত বাইক আরোহী রাকিব ও জিহাদ দুইজন ঈদগাও সদর ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা। রাকিব ঐ এলাকার আব্দুল শুক্কুরের ছেলে, জিহাদ সমশুল ইসলামের পুত্র বলে জানা যায়। মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান, ওসি তদন্ত রবিউল খাঁন, থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম। এদিকে রাকিব ও জিহাদ এর মর্মান্তিক মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।