নড়িয়া থেকে চাকধ বাজার আসার পথে অটো নিয়ন্ত্রণ হারিয়ে বাবুল শেখ নামের একজন গুরুতর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হওয়ার পাশাপাশি, পায়ের হাড় ভেঙে গেছে ও ঘাড়ের রগ ছিড়েছে। আহত ব্যক্তির বয়স আনুমানিক ৭৫ বছর। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের মমতাজ ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হওয়ার পরে প্রথমে তাকে মুলফৎগঞ্জ সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কতৃপক্ষ তাকে ফেরত দিয়ে শরীয়তপুর সদর হসপিটালে পাঠায়, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যেতে বলে। তারপরে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং একদিন রাখার পরে পরিবারের সদস্যরা সেখান থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর চৌরাস্তার মমতাজ ট্রমা সেন্টারে নিয়ে যায়।
তার মেয়ে লামিয়ার কাছ থেকে জানা যায়, তার বাবা গত (বুধবার) ২১/০৮/২০২৪ই তারিখে বাজারে পান কিনতে যায়, পান কিনে বাড়ি ফেরার পথে একটি অটোতে উঠে। অটো যখন চাকধ বাজার পার হয়ে আসে তখন অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দূর্ঘটনার ঘটনাটি ঘটে। পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে তাঁর বাবার দ্রুত সুস্থ্যতা লাভের আশায় দোয়া চেয়েছেন।