নাটোরের বড়াইগ্রামে ধারের টাকা চাওয়ায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার খাকশা গ্রামের ছৈমুদ্দিনের পুত্র মাসুদ এর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার বাগডোব গ্রামের রিয়াজ উদ্দিন এর ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত এক বছর পূর্বে আশরাফুল এর নিকট হতে ব্যাক্তিগত কাজে নগদ চল্লিশ হাজার টাকা ধার নেয় মাসুদ। ধারের টাকা বার বার চাওয়ায় গত ২৮ ডিসেম্বর মাসুদ টাকা দিবে না জানিয়ে উল্টো তাকে প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। এমন কি পরবর্তী সময়ে যদি টাকা চাইতে আবার আসে, তাহলে তাকে নাটোর শহর ছাড়া করবে বলেও কড়াকড়িভাবে হুমকি প্রদান করেন মাসুদ।
এ বিষয়ে ন্যায় বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশরাফুল ইসলাম দীর্ঘ ৬ বছর যাবত দৈনিক স্বাধীন বার্তা অনলাইন ও সাপ্তাহিক পত্রিকাতে শত, নীতি ও আদর্শতার সহিত কাজ করে আসছেন। প্রথমে তিনি বড়াইগ্রাম প্রতিনিধি, পরে নাটোর জেলা প্রতিনিধি ও বর্তমানে দৈনিক স্বাধীন বার্তা’র সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।