আজ ৯ই সেপ্টেম্বর দৈনিক স্বাধীন বার্তা’র নির্বাহী সম্পাদক এডভোকেট রায়হান উদ্দিন (রুপক) এর শুভ জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম রফিক উদ্দিন ও মায়ের নাম সেলিনা বেগম। মোঃ রায়হান উদ্দিন রুপকের বড় দুইবোন ও ছোট এক ভাই রয়েছেন।
তিনি ঢাকার মাতুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেন এরপরে বগুড়াতে চলে যান। সেখানে তিনি গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে ভর্তি হয় এবং সেখান থেকেই মাধ্যমিক পাশ করেন।
মাধ্যমিক পাশ করার পরে তিনি চলে যান তার নিজ জেলা নোয়াখালীতে, সেখানে তিনি এম এ হাসেম কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ও মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০০৮ সালে প্রাইম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে ২০১২ সালে অনার্স সম্পূর্ণ করেন এবং ২০১৩ সালে (LLM) শেষ করে দীর্ঘ তিন বছর আদালতে সিনিয়রদের সাথে প্রাকটিস করেছেন।
২০১৬ সালে ঢাকা বার কাউন্সিলের আইনজীবি সমিতির সদস্যপদ লাভ করেন। এরপর থেকে তিনি কোর্ট চত্তর এলাকায় লাভলী হোটেলের ৩য় তলায় নিজ চেম্বারে সৎ, নীতি ও আদর্শতার সহিত দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি দৈনিক স্বাধীন বার্তা’য় নির্বাহী সম্পাদকের দ্বায়িত্ব ও কর্তব্য পালন করছেন।
তাঁর এই শুভ জন্মদিনে স্বাধীন বার্তার প্রত্যেক জেলা ও উপজেলা প্রতিনিধিরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাদের মধ্যে, নেত্রকোণা জেলা প্রতিনিধি: ইকবাল কবির, যশোর জেলা প্রতিনিধি: মারুফ হোসেন, মৌলভী বাজার জেলা প্রতিনিধি: আলী মোহাম্মদ মঞ্জুর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: শহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি: মাসুদ পারভেজ, শরীয়তপুর প্রতিনিধি বাপ্পি হোসেন, ফেনি প্রতিনিধি ফুয়াদ হাসান, বিশেষ প্রতিনিধি জাকির হোসেন রনি, সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি: মোহাম্মদ নাদিম, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আবু তাহের রায়হান এবং বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবি ও দৈনিক স্বাধীন বার্তা’র আইন উপদেষ্টা এডভোকেট এমদাদুল হানিফ।
★আজকের এই শুভ দিনে,
নেত্রকোণা থেকে জানাই অভিনন্দন।
দৈনিক স্বাধীন বার্তা’র নির্বাহী সম্পাদক,
এডভোকেট রায়হান উদ্দিন, আপনি চিরজীবী হন।
আপনার লেখনী হোক শাণিত তরবারি,
অন্যায়-অবিচারকে আঘাত করুক অনবরত।
সত্যের পথে আপনি থাকুন সদা নির্ভীক,
মানুষের হৃদয়ে আপনার নাম হোক সতত।
আপনার শুভ জন্মদিনে এই প্রত্যাশা,
আগামী দিনের পথচলা হোক আরও সুন্দর।
সুখে-দুখে, দুঃখে-সুখে আপনি থাকুন অবিচল,
শুভ জন্মদিনে এডভোকেট রায়হান উদ্দিন, আপনি হোন দীর্ঘজীবী প্রতি অবিরাম ভালবাসা রইল।
ধন্যবাদান্তে —
মোঃ ইকবাল কবির
(নেত্রকোণা প্রতিনিধি)
দৈনিক স্বাধীন বার্তা
01711461206
ধন্যবাদ, স্বাধীন বার্তার সাথে থাকার জন্য।