ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ও বিএনপি জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ বিপুল জয়লাভ করেছে। সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ ১৫ টি পদের মধ্যে ১৪ টি পদেই জয়ী হয়েছেন বিএনপি জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ। ১৫ টি পদের মধ্যে শুধুমাত্র একটি পদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া।
নির্বাচন কমিশনার এবং আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সাত্তার ভোট গণনা শেষে ১৮ জনুয়ারি রাতে ফলাফল ঘোষণা করেছেন। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ৩৩৬ জনের মধ্যে মোট ৩১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের নুরুল আমিন খান ২০০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মোহাম্মদ মীর মোশাররফ হোসেন ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী জুলফিকার বকুল পেয়েছেন ১১০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শাহ কায়কোবাদ পেয়েছেন ১৩৯ টি ভোট। এছাড়া অনন্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮৬ ভোট পেয়েছেন রেজাউল করিম তুহিন ও অডিটর মধ্যে আব্দুল কুদ্দুস পেয়েছেন ১৮৪ ভোট।
৬ সদস্য পদে নূরুল আফসার পেয়েছেন ২৫৬ ভোট, মোহাম্মদ খুরশিদ আলম মাহাদী ২৫৪ ভোট, ওসমান গনি মিরন ২৪৬ ভোট, হুমায়ুন কামাল ২৩৪ ভোট, আহমাদুল্লাহ অণিক ২৩১ ভোট ও মোহাম্মদ ফখরুল ইসলাম ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে মোহাম্মদ শফিউল আলম ও রহিমা খাতুন হেলপী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন ও লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মনসুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনার আব্দুস সাত্তার জানিয়েছেন, আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ীরা আগামী ১ বছরের জন্য সমিতিতে দায়িত্ব পালন করতে পারবেন।