শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলার দুসাই রিসোর্টে আয়োজিত এই সেমিনারে দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ আশরাফুল ইসলাম, সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান এবং মহানগর দায়রা জজ রোকনুজ্জামান।
সেমিনারে সিলেট বিভাগের চারটি জেলার বিচারকরা অংশ নেন এবং বিচারিক কার্যক্রমকে আরও দক্ষ ও স্বাধীন করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারের সমাপ্তি শেষে, প্রধান বিচারপতি উপস্থিত বিচারকদের সাথে এক সৌজন্য মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন, যেখানে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।