আবু বকর সিদ্দিক, (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে ঢাকা, ও নারায়নগঞ্জ ফেরৎ ৪ জনের করোনা সনাক্ত হয়েছে । এই ৪ জনকে আলাদা করে আক্কেলপুর এর গোপীনাথপুর হেলথ ইনষ্টিটিউটে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে। এই ৪ জনের ৩ দিন পর আবার নমুনা পাঠানো হবে। এখন জেলায় মোট কোয়ারেন্টাইনে আছে ৭২০ জন, আর আজ নতুন করে ১৪৬ জন। আইসোলেশনে আছে ২১ জন।
আজ নতুন করে ৩৫৬ জনের নমুনা কালেকশন করে ঢাকা আইই ডিসিআরে পাঠানো হয়েছে। এপর্যন্ত ৮৩৫ জনের নমুনা কালেকশন করে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৪৭৯ জনের রিপোর্ট এসেছে ৪ জনের পজেটিভ , আর বাকী গুলো নেগেটিভ।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা একথা নিশ্চিৎ করেছেন।