 
																
								
                                    
									
                                 
							
							 
                    কোটচাঁদপুর উপজেলা মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে আজ। আজ সোমবার সকাল দশ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু করে উপজেলা মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমির সদস্যগন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ব্রিজঘাট মোড় ও বেনেপাড়া হয়ে শোভাযাত্রা শেষ করেন। পথনাটক সাংস্কৃতিক ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমি (২০২১) সালের বার্ষিক সনদ বিতরণ বক্তৃতা শিক্ষামূলক আলোচনার মধ্য দিয়ে উপজেলা মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমি’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিতুল সাইফ, প্রশিক্ষক খাজা সামাদুল্লাহ টুটুল, সভাপতি সুব্রত ব্যানার্জি বাপী, রফিকুল ইসলাম, শরিফুজ্জামান আগা খান, বিশিষ্ট কবি চঞ্চল শাহারিয়ার, মিতালী সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিতুল সাইফ, সুব্রত ব্যানার্জি বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানটি শেষ করা হয়।
আরো উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান শান্তিসহ বিভিন্ন পত্রি-পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিগন।