1. admin@dailyshadhinbarta.com : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ ও বসবাস যোগ্য ঢাকা গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে ২১০ রাউন্ড গুলিসহ ১৭টি আগেন অস্ত্র জমা দেওয়া হয়েছে সকল কর্মস্থল থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাহারের দাবি জবিতে শত, সাহসি ও যোগ্য ভিসি চান শিক্ষরা ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের কমলা চাষে যুবকের ভাগ্য বদল হাত বাড়ালেই মিলছে মাদক গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান যশোরে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে শংকিত জামায়াত দেশনেত্রীর উন্নত চিকিৎসা নিতে বিদেশ যাত্রা পেছালো ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিতে চেয়েছিলো শেখ হাসিনা: রিজভী ক্ষমতার পালা বদল হলেও বদলাবে না নীতি অবশেষে যশোর বাসির আশা পূরন বেনাপোলে মাদক ব্যবসায়ি জমির বায়নার টাকা আত্তসাতের চেষ্টা

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নানা-নাতনী সহ তিন জনের প্রাণহানি হয়েছে

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

সড়ক দূর্ঘটনায় প্রতিদিনই অকালে প্রাণ হারাচ্ছে বহু লোক। খবরের কাগজের শিরোনামই তাই। থেমে নেই সড়ক দূর্ঘটনা। লোহাগাড়ায় ৪ ডিসেম্বর এমনই দুটি পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজনের প্রান হানি হয়েছে। তাদের মধ্যে একজন চার বছরের শিশু।
প্রথম ঘটনাটি ঘটে,লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার সামনে কক্সবাজার মহাসড়কে।

এই মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হন আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লালীর বাপের পাড়ার ইকবাল হোসেন প্রকাশ বাবলু তার নাতনী আজুয়া আক্তার (৪)। আজুয়ার পিতার বাড়ী সাতকানিয়া উপজেলার ছদাহা মোরশেদ চেয়ারম্যানের বাড়ী। পিতার নাম মোহাম্মদ তারেক।

ঘটনার বিবরণে জানা যায়, আজুয়া ও তার মা সামিয়া নানার বাড়ীতে থাকত। যেহেতু আজুয়ার পিতা মোহাং তারেক দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আজুয়ার পিতা মোহাম্মদ তারেক নিজ বসত ভিটিতে নতুন বাড়ী নির্মাণ করতেছিল এবং কাজ চলমান রয়েছে। মোহাং ইকবাল প্রকাশ বাবলু নাতনী ও তার মেয়ে সামিয়াকে নিয়ে ছদাহা নতুন বাড়ীর কাজ পরিদর্শনের জন্য যায়।

পরিদর্শন শেষে ফিরার পথে তারা উল্লেখিত স্থানে পৌছলে দূর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় ইকবাল ও তার নাতনী। সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, মোটর সাইকেল ও ট্ট্রাক উভয় গাড়ী কক্সবাজার মুখি ছিল। ট্রাকটি পাশ কাটতে গেলে চাকায় পিষ্ট হয়ে মারা যায় ইকবাল ও তার নাতনী এবং গুরুতর আহত হয় তার কন্যা সামিয়া।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী দুটি জব্দ করে এবং ফায়ার সার্ভিস কতৃপক্ষ লাশ উদ্ধার। একই দিনে তিন ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল একজন। তার নাম আব্দুল মন্নান। সে চরম্বা ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা। তার পিতার নাম বশির আহমদ।

৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষ্যদর্শীর ভাষ্যমতে, কক্সবাজার মুখি ট্রাকের সাথে বিপরীত মুখী সি.এন জি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মন্নান নিহত হয়। আরো পাঁচ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাউজান্য পাড়ার সাহেব মিয়ার পুত্র মোহাং রুবেল এবং ইউনুসের পুত্র মোহাং মামুন, পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল হাকিমের পুত্র শাহ আলম তার স্ত্রী ফরিদা ইয়াছমিন এবং ৮নং ওয়ার্ডের ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র কামাল হোসেন। হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে গাড়ী দুটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2020-2022 Daily Shadhin Barta