 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কালামৃধা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে মনোরম পরিবেশে রবিবার দশ ঘটিকায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে।
মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যে সব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন অবসরপ্রাপ্ত বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ আজিমউদ্দিন মিয়া, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক,কালমৃধা গোবিন্দ উচ্চ বিূ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্মল চন্দ্র নাথ অবসরপ্রপ্ত সাব-রেজিষ্টার ও আজীবন দাতা ভোটার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মোঃ নুরুল হক মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, ভাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-কর্মচারীবৃন্দ।