 
																
								
                                    
									
                                 
							
							 
                    মারকাজুল কোরআন আল ইসলামিয়া ও শামসুন্নাহার ইসলামিয়া মহিলা মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব রাশেদুল হক, সংগ্রামী সদস্য সচিব লোহাগাড়া উপজেলা যুবদল এবং কোষাধ্যক্ষ শামসুন্নাহার ইসলামিয়া মহিলা মাদ্রাসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ কাসেমী।
পরিচালক পর্ষদে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মিজানুর রহমান, শামসুন্নাহার ইসলামিয়া মহিলা মাদরাসা পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, মারকাজুল কোরআন এর সভাপতি, মাওলানা হারুন রশীদসহ আরো বহু উলামায়ে কেরাম। প্রবাসীদের মধ্য থেকে গুণী অভিভাবক ও অভিভাবিকা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মারকাজুল কোরআন আল ইসলামির দুজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। লোহাগাড়ার মোহাম্মদ মিনহাজ, বড়হাতিয়া মোহাম্মদ ফাহিম, পহর চাঁদা। এ সময় লোহাগাড়াকে বর্ণাঢ্য অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে দস্তারবন্দী করা হয় এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়!
এবং বাদে মাগরিব থেকে তরণ ওয়ায়েজীনরা অনলবর্ষী বক্তার মতো দীনি আলোচনা করেন। সবশেষে এলাকাবাসীদের জন্য কায়মনোবাক্যে দোয়া করা হয়।।