 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে বাংলা নাটকের প্রবাদ পুরুষ ড. সেলিম আল দীনের স্মরণে ৫ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। বর্তমান তরুণ প্রজন্মের মাঝে সেলিম আল দীনের চর্চা বাড়ানোর উদ্দেশ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ফেনীর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। গতকাল রোববার ২৩ ফেব্রুয়ারি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও আশরাফুল হক আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নাট্যাচার্য সেলিম আল দীনের সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেছেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, সহকারী পুলিশ সুপার, উইন্ডো গ্ৰুপের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন কিসলু, ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সোনাগাজী থানার ওসি বায়োজিদ আকন ও সহকারী কমিশনার(ভূমি) তানিয়া আক্তার লুবনা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সোনাগাজী পৌরসভার সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সেন্টু, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও সেলিম আল দীন কেন্দ্রের সম্পাদক কুদরতে খোদা পিকাসো সহ ও অনন্য প্রমুখ ব্যক্তিবর্গ।