পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাসে মুমিন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সিয়াম সাধনার মাধ্যমে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। আর এই শিক্ষা থেকেই প্রতিবছর নোবিপ্রবির নানা সংগঠন ও ক্লাব একত্রিত হয়ে ইফতার আয়োজন করে,যা সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
আজ রোববার (৯ মার্চ ২০২৫) এমনই এক আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাব। তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সদস্যদের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।শিক্ষার্থী,বিশ্ববিদ্যালয়ের কল্যানে কাজ করে নানা উত্থান-পতন মোকাবিলা করে ক্লাবটি সাত বছরে পদার্পণ করেছে যা প্রশংসনীয়।
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ।তারা বিভিন্ন অনুসন্ধানিমুলক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঠিক চিত্র তুলে ধরছে।শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে বিশ্লেষণী ও অনুসন্ধানী দক্ষতা অর্জন করছে, যা ভবিষ্যতে তাদের এগিয়ে যেতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “রমজান আমাদের সংযম, আত্মশুদ্ধি ও ধৈর্যের শিক্ষা দেয়। কেবল রোজা পালন করাই নয়, আমাদের উচিত নিয়মিত নামাজ আদায়,সত্য ও ন্যায়ের পথে থাকার প্রতিজ্ঞা করা। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তি, সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখা প্রয়োজন।
প্রেসক্লাবের সভাপতি আজহারুল হক মিজানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জাহিদুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ ও কামারুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মহিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সভাপতি ও উপদেষ্টা রাহি রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া।শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।