মোঃমাসুদ পারভেজ, মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ প্রানঘাতী করোনাভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোংলা পৌর কাঁচা বাজার সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে নৌবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তাই (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকালে স্হানীয় প্রশাসন ও নৌবাহিনীর সহযোগিতায় শহরের হ্যালিপ্যাড /থানার মাঠে ব্যাবসায়িরা কাঁচা বাজার সরিয়ে নেন।সামাজিক দূরত্ব বজায় রেখে আগের অবস্থানে রাখা হয়েছে মাছ-মাংসের দোকান।
এ সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাহাত মান্নান সহ স্হানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাজার সরিয়ে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্হানীয় ক্রেতা ও বিক্রতারা।নিত্যপন্যের এ বাজারে নিয়মিত মনিটরিং ও তদারকি করবে নৌবাহিনীর সদস্যরা।কাঁচা বাজার ফাঁকা মাঠে সরিয়ে নেয়ায় করেনাভাইরাস সংক্রমণ ঝুঁকি কম থাকবে বলে জানান নৌবাহিনীর কন্টিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম।