স্টার লাইন বাস কাউন্টারে এক যাত্রীকে মারধর ও দৌরাত্ম্যের অভিযোগ এনে মানববন্ধন করেছে ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা। গতকাল শনিবার ৫ এপ্রিল বিকেলে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে স্টার লাইন পরিবহনের সামনে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনীর সর্বস্তরের নাগরিক তোমাদের ব্যানারে এই মানববন্ধন করা হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, ছাত্র প্রতিনিধি আল আমিন, বদরুদ্দোজা নোবেল ও নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সম্পাদক ছুরাইম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্টার লাইন পরিবহন বিগত ১৫ বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাত্রীদের জিম্মি করে রেখেছে। দীর্ঘদিনের হয়রানি ও অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে স্টার লাইন পরিবহনের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় গত দুইদিন আগে এক যাত্রীকে স্টার লাইন কাউন্টারের লোকজন মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তাই এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির সমাধান করতে হবে। এছাড়া আমার উক্ত মানববন্ধনে স্টার লাইনের বিকল্প হিসেবে অন্য পরিবহনের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তারা।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, দীর্ঘদিন ধরে এ কোম্পানির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা তাদের সঙ্গে বসে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরেছি। আগামী দিনে সুষ্ঠু যাত্রী সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন বলেন, আমাদের কোম্পানিতে পরিবহন সেক্টরে প্রায় আড়াই হাজারের অধিক ফেনীর মানুষ কাজ করছে।