 
																
								
                                    
									
                                 
							
							 
                    দিনাজপুরের ফুলবাড়ীতে গণভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী পৌর এলাকার ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে এই গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আয়োজিত সমাবেশ ও আলোচনা শেষে যোহরের নামাজের পর শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য মো. মনজুরুল কাদের বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা ইউনিট সদস্য মো. সুলতানুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. জয়নাল আবেদীন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. ইমরান হোসেনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পলাতক হাসিনা সরকারের ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। যোহরের নামাজ শেষে জুলাই বিপ্লবে শাহাদাৎ বরণকারী যোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হয়।