 
																
								
                                    
									
                                 
							
							 
                    মঙ্গলবার (৫আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিএনপির উদ্যোগে একটি গণমিছিল স্থানীয় নিমতলা মোড় থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে নিমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে নিমতলা উর্বসী সিনেমা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। এতে অনান্যদের মধ্য বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সেচ্ছাসেবক দলের আহবায়ক কখলেছুর রহমান নবাব, ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নৃকৃবৃন্দগণ। অপরদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের নেতৃত্বে আরেকটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।