 
																
								
                                    
									
                                 
							
							 
                    রাজধানীর শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে পৃথক তিনটি স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো ঘটেছে রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে। এখনও লাশগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি।
শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির জানান, প্রথম ঘটনা রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তৃতীয় ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এ মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি।