1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

দৈনিক স্বাধীন বার্তা’র নির্বাহী সম্পাদক রায়হানের শুভ জন্মদিন আজ

স্বাধীন বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আজ ৯ই সেপ্টেম্বর দৈনিক স্বাধীন বার্তা’র নির্বাহী সম্পাদক এডভোকেট রায়হান উদ্দিন (রুপক) এর শুভ জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম রফিক উদ্দিন ও মায়ের নাম সেলিনা বেগম। মোঃ রায়হান উদ্দিন রুপকের বড় দুইবোন ও ছোট এক ভাই রয়েছেন।

তিনি ঢাকার মাতুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেন এরপরে বগুড়াতে চলে যান। সেখানে তিনি গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে ভর্তি হয় এবং সেখান থেকেই মাধ্যমিক পাশ করেন।

মাধ্যমিক পাশ করার পরে তিনি চলে যান তার নিজ জেলা নোয়াখালীতে, সেখানে তিনি এম এ হাসেম কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ও মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০০৮ সালে প্রাইম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে ২০১২ সালে অনার্স সম্পূর্ণ করেন এবং ২০১৩ সালে (LLM) শেষ করে দীর্ঘ তিন বছর আদালতে সিনিয়রদের সাথে প্রাকটিস করেছেন।

২০১৬ সালে ঢাকা বার কাউন্সিলের আইনজীবি সমিতির সদস্যপদ লাভ করেন। এরপর থেকে তিনি কোর্ট চত্তর এলাকায় লাভলী হোটেলের ৩য় তলায় নিজ চেম্বারে সৎ, নীতি ও আদর্শতার সহিত দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি দৈনিক স্বাধীন বার্তা’য় নির্বাহী সম্পাদকের দ্বায়িত্ব ও কর্তব্য পালন করছেন।

তাঁর এই শুভ জন্মদিনে স্বাধীন বার্তার প্রত্যেক জেলা ও উপজেলা প্রতিনিধিরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাদের মধ্যে, নেত্রকোণা জেলা প্রতিনিধি: ইকবাল কবির, যশোর জেলা প্রতিনিধি: মারুফ হোসেন, মৌলভী বাজার জেলা প্রতিনিধি: আলী মোহাম্মদ মঞ্জুর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: শহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি: মাসুদ পারভেজ, শরীয়তপুর প্রতিনিধি বাপ্পি হোসেন, ফেনি প্রতিনিধি ফুয়াদ হাসান, বিশেষ প্রতিনিধি জাকির হোসেন রনি, সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি: মোহাম্মদ নাদিম, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আবু তাহের রায়হান এবং বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবি ও দৈনিক স্বাধীন বার্তা’র আইন উপদেষ্টা এডভোকেট এমদাদুল হানিফ।

সংবাদটি শেয়ার করুন

2 thoughts on "দৈনিক স্বাধীন বার্তা’র নির্বাহী সম্পাদক রায়হানের শুভ জন্মদিন আজ"

  1. IQBAL KABIR says:

    ★আজকের এই শুভ দিনে,
    নেত্রকোণা থেকে জানাই অভিনন্দন।
    দৈনিক স্বাধীন বার্তা’র নির্বাহী সম্পাদক,
    এডভোকেট রায়হান উদ্দিন, আপনি চিরজীবী হন।
    ​আপনার লেখনী হোক শাণিত তরবারি,
    অন্যায়-অবিচারকে আঘাত করুক অনবরত।
    সত্যের পথে আপনি থাকুন সদা নির্ভীক,
    মানুষের হৃদয়ে আপনার নাম হোক সতত।
    ​আপনার শুভ জন্মদিনে এই প্রত্যাশা,
    আগামী দিনের পথচলা হোক আরও সুন্দর।
    সুখে-দুখে, দুঃখে-সুখে আপনি থাকুন অবিচল,
    শুভ জন্মদিনে এডভোকেট রায়হান উদ্দিন, আপনি হোন দীর্ঘজীবী প্রতি অবিরাম ভালবাসা রইল।
    ধন্যবাদান্তে —
    মোঃ ইকবাল কবির
    (নেত্রকোণা প্রতিনিধি)
    দৈনিক স্বাধীন বার্তা
    01711461206

    1. ধন্যবাদ, স্বাধীন বার্তার সাথে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon