1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইলেকট্রিক যান ব্যবহারে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: আদিলুর রহমান লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতি চক্রের তিন সদস্য আটক রিজিয়া পারভীনের সঙ্গে মঞ্চ মাতালেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী সেলিম ইব্রাহিম ২য় বারেও ব্যর্থ! মনির খানের আসনে নতুন মুখ মেহেদী হাসান রনি ‘সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই’ – দেশে ফিরেই জামায়াত আমীরের আলটিমেটাম নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভুয়া: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য কি কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি

কারিগরি শিক্ষায় বিসিআই ই সেরা শিক্ষা প্রতিষ্ঠিান

মোঃ জাহিদুল ইসলাম
  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে !!! পলিটেকনিক এ ভর্তি চলছে!
শিক্ষামন্ত্রনালয় নিয়ন্ত্রিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনস্ত বাংলাদেশের প্রথম এবং এক মাত্র ISO Certified বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ ৪ বৎসর মেয়াদী (৮ সেমিস্টার) ডিপ্লোমা ইনইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে তৈরি করতে পারো নিজের উজ্জল ও সুন্দর একটি ভবিষ্যৎ।

ভর্তির ফর্ম লিংকঃ https://bci.edu.bd/admission

আমাদের ওয়েব সাইট: www.bci.edu.bd

১. টেকনোলজি সমূহঃ
২. কম্পিউটার টেকনোলজি
৩. ইলেকট্রিক্যাল টেকনোলজি
৪. টেক্সটাইল টেকনোলজি
৫. সিভিল টেকনোলজি
৬. আর্কিটেকচার টেকনোলজি
৭. মেকানিক্যাল টেকনোলজি
৮. টেলিকমিউনিকেশন টেকনোলজি
৯. ইলেকট্রনিক্স টেকনোলজি
১০. ফ্যাশন টেকনোলজি (গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্নমেকিং)
——————————-
ভর্তির সর্বনিম্ন যোগ্যতা:
যে কোন সালে যে কোন গ্রুপ হতে এস.এস.সি পাশ হতে হবে।
এইচ.এস.সি উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর গনিত থাকতে হবে) ছাত্র-ছাত্রীদের সরাসরি ৩য় সেমিস্টারে ও এইচ.এস.সি উত্তীর্ণ (ভোকেশোনাল বিজ্ঞান) ছাত্র-ছাত্রীদের সরাসরি ৪র্থ সেমিস্টারে ভর্তির সুযোগ।

কেন ভর্তি হবে বিসিআইতে?

১. শিক্ষামন্ত্রনালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব ব্যাংক এর মুল্যায়নে
পরপর ৩ বার ১ম স্থান অধিকারী।
২. বিষয় ভিত্তিক শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরী
৩. অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী।
৪. মাল্টি মিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ক্লাস পরিচালনা
৫. পর্যাপ্ত সংখ্যক ল্যাব থাকায় সর্বোচ্চ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তা প্রদান।
৬. ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ব্যবস্থা।
৭. সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ
৮. মেধাবী ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড়।
৯. চাকুরি প্রাপ্তির ব্যাপারে নিজস্ব জব প্লেসমেন্ট সেলদ্বারা যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মানের চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা।
১০. প্রতিষ্ঠিত ১৯৯৫ (সাফল্যের ২৮ বছর ) ।
১১. সান্ধ্যকালীন ব্যাচে ভর্তির সুযোগ।
১২. যে কোন বয়সের এস.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র সমূহঃ

সকল সরকারী প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ এবং পদোন্নতির সুযোগ রয়েছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের মূল-চালিকা শক্তি বিধায় মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। এছারা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।

ভর্তির জন্য যোগাযোগ করুনঃ

বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট
শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাঃ ১/২ আসাদ এভিনিউ (সোনার বাংলা পেট্রোল পাম্পের উত্তর পাশে) , আসাদ গেট, ঢাকা-১২০৭।
https://goo.gl/maps/8J1J5kem8thhKgDM8

দূর-আলাপণীঃ ০৯৬৩৮-০৯৫০৯৫ (অফিস আইপি ফোন),
মোবাইলঃ ০১৬৮৬-২৯৫৫১০, ০১৭৪৩-৪৪৫৪৫৮, ০১৭৫৩-১৩৬৭৬১, ০১৮১৯-২৩১৬৭৭, ০১৯৬৯-৬২০০০৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon