 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ জুয়েল হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু(৫০)বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নলিল্লাহি..রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে বাখৈয়া মিয়াজী বাড়ির পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলকায় শোকরে মাতম বিরাজ করছে।
আতাউর রহমান মিঠুর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা
চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, বাংলাদেশ হ্যামোওিপেথিক বোর্ডর রেজিষ্টার কাম সচিব ডা: জাহাঙ্গীর আলম , ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Attachments area