আরিফুল ইসলাম মিটুল, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব-৬ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ০১টি বালি ভর্তি ট্রাকে মাদক বহন করিয়া চুয়াডাঙ্গা হইতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করিয়া আসিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, শুক্রবার ( ০১ মে ) তারিখে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাসটর্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় বাসটর্মিনাল এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১। আঃ রানা মন্ডল (২৫), পিতা- আঃ মাজেদ মন্ডল, সাং- সোনাকান্দর, ২। মোঃ মন্নু ব্যাপারী (২৭), পিতা- মৃত আকরাম ব্যাপারী, সাং- ধনচী, থানা ও জেলা- রাজবাড়ীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নিকট হতে বালি ভর্তি ট্রাকের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ০১টি বালি ভর্তি ট্রাক,০২ টি মোবাইল সেট, ০৪ টি সীম কার্ড ও মাদক বিক্রয় লব্ধ নগদ ১,১০০/- টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।