আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধিঃ রাজশাহী বিভগের মধ্যে জয়পুরহাট কে করোনা আক্রান্ত জেলা হিসেবে
১ম স্থানে থাকায় ঝুকিপুর্ন জেলা হেসেবে ঘোষনা করেছে বিভাগীয় পরিচালক গোপন্দ্রেনাথ আচার্য্য।
তিনি বলেন এইজন্য আমরা জেলা সিভির সার্জনের সাথে সব সময় যোগাযোগ রক্ষা কওে চলেছি। জয়পুরহাট জেলায় ঢাকা, ও নারায়নগন্জ ফেরৎ মোট ৩২ জনের করোনা সনাক্ত হয়েছে ।
এরা বেশীর ভাগ কালাই উপজেলায় । ৩২ জনকে আলাদা করে আক্কেলপুর এ গোপীনাথপুর হেলথ ইনষ্টিটিউটে আইসোলেশনে রেখে
চিকিৎসা চলছে। এখন জেলায় মোট কোয়ারেন্টাইনে আছে ১৩২৫ জন, ল্যাবে নমুনা সরবরাহ করা হয়েছিল ১৬৬২ জনের, পরীক্ষা সম্পন্ন হয়েছে ৮৮৩ জনের করোনা সনাক্ত ৩২ জনের নমুনা নষ্ট ৬ জনের এবং নেগেটিভ ৮০৭ জনের।
বাকী গুলোর রিপোর্ট এখ নপর্যন্ত আসেনাই। জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা একথা নিশ্চিৎ করেছেন।